জুলাই গণঅভ্ভথান দিবস পালন করলো যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ
যশোরের সমাজ নিউজ
যশোর আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজে জুলাই গণঅভ‚্যত্থান দিবস-২০২৫ পালিত হয়েছে।
৪ আগস্ট সোমবার সকালে মেডিকেল কলেজ অডিটোরিয়ামে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা, প্রামান্য চিত্র প্রদর্শন ও বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ অধ্যাপক ডা. সন্জয় সাহা। তিনি যেখানে অন্যায় সেখানে প্রতিবাদের আহবান জানিয়ে বলেন, অন্যায় দেখলে সবাইকে আওয়াজ তুলতে হবে। সবাইকে মানবিক বাংলাদেশ গঠনে এগিয়ে আসতে হবে এবং যার যার অবস্থান থেকে সচেষ্ট থাকতে হবে।
বক্তব্য রাখেন ৫০০ শয্যা বিশিষ্ট আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো: ইমদাদুল হক। তিনি বলেন, আমরা বাংলাদেশী জাতিয়তাবাদ আদর্শ ধারণ করে সকল ধর্ম-বর্ন মত-পথের মানুষকে সাথে নিয়ে এগিয়ে যেতে চায়।
মুখ্য আলোচক ছিলেন চক্ষু বিভাগের প্রধান ডা. মো: নজরুল ইসলাম বলেন, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত দেশ হিসেবে যেনো আমরা বিশ্বে স্থান পায়।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আদ্-দ্বীন নার্সিং ইনস্টিটিউটের উপাধ্যক্ষ মোছা: মেহেরুন্নেছা ও মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী স্মরণিকা বিশ্বাস।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পঞ্চম বর্ষের ছাত্রী ফারিয়া ইয়াসমিন ও চতুর্থ বর্ষের ছাত্রী সমন্তি শারমিন দোলা।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মেডিকেল কলেজ হাসপাতাল জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা নাজমুদ্দিন আহরার।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র মহাগ্রন্থ আল-কুরআন থেকে তেলাওয়াত করেন চতুর্থ বর্ষের ছাত্রী নাবিলা নুহাত খান। অনুষ্ঠানে মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
তরিকুল ইসলাম তারেক
যশোর। ০৪.০৮.২৫
[8/4, 8:55 PM] Boni Billal: প্রেস বিজ্ঞপ্তি
শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, শিক্ষকদের নিঃশর্ত বদলি, অবসর ও কল্যাণ ভাতা দ্রুত প্রদান, বৃত্তি পরীক্ষায় বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিতকরণ ও ধর্ম শিক্ষার অন্তর্ভুক্তি,কওমি হ্যাঁ বল বল সনদধারীদের সরকারি চাকরি সুযোগ প্রদান এবং শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে লুচির অংশ হিসেবে জাতীয় শিক্ষক যশোর জেলা শাখা আজ সোমবার বিকাল 3 ঘটিকায় যশোর জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে ধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষক ফোরাম যশোর জেলা শাখার সভাপতি প্রভাষক মোঃ কামরুজ্জামান, ইসলামী আইনজীবী পরিষদ খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম নুরুল, সহ-সভাপতি প্রভাষক মোঃ ইউনুস আলী , সহ-সভাপতি মোহাম্মদ আবুল কালাম, সেক্রেটারি প্রভাষক মোঃ আশরাফুল ইসলাম, জয়েন সেক্রেটারি প্রভাষক বাবলুজ্জামান, প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফারুক হোসেন, অর্থ ও প্রকাশনা সম্পাদক ডাক্তার মোঃ ওয়াহিদুজ্জামান সবুজ, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আসাদুজ্জামান, প্রাথমিক ও কিন্ডারগার্টেন স্কুল বিষয়ক সম্পাদক মোঃ নাজিম উদ্দিন, শিক্ষক কল্যাণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুন্না প্রমূখ।