শার্শার উলাশীতে ভিডাব্লিউভির উপকারভোগী নারীদের চাল ছিনতাইয়ের অভিযোগে আটক-২
মহিউদ্দীন বাপ্পী , শার্শা প্রতিনিধিঃ
যশোরের শার্শায় হতদারিদ্র নারীদের জন্য বরাদ্দকৃত সরকারি ভিডাব্লিউবির চাল ছিনতাইয়ে অভিযোগে মিজানুর বিশ্বাস (৬০) ও লাল্টু বিশ্বাস (৩৫) কে আটক করেছে পুলিশ।
শনিবার (২ আগষ্ট) ভোরে উপজেলার উলাশী ইউনিয়নের ধলদা এলাকা থেকে তাদেরকে আটক করে শার্শা থানা পুলিশ।
আটক মিজানুর রহমান বিশ্বাস ধলদা গ্রামের মৃত রাজ্জাক বিশ্বাসের ছেলে ও লাল্টু বিশ্বাস একই গ্রামের লাল্টু বিশ্বাসের ছেলে।
উলাশী ইউনিয়ন পরিষদের প্রশাসক সমবায় কর্মকর্তা আব্দুর রাশেদ জানান,গত বৃহস্পতিবার এ ইউনিয়নের ভিডব্লিউভি তালিকাভুক্ত প্রত্যেক নারী সদস্যকে ইউনিয়ন পরিষদ থেকে ৩ বস্তা করে চাল বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দপ্রাপ্ত চাল নিয়ে নিজ দায়িত্বে ভ্যান যোগে বাড়িতে নিয়ে যাওয়ার সময় ধলদা মোড়ে ওই গ্রামের নজরুল ইসলামের ছেলে ইয়ানুর, রাজ্জাক বিশ্বাসের ছেলে মিজানুর বিশ্বাস, সুরত আলীর ছেলে মশিয়ার, আতিয়ার বিশ্বাসের ছেলে রফিকুলসহ অজ্ঞাতনামা কয়েকজন ভ্যান থামিয়ে দুই থেকে তিন বস্তা করে চাল ছিনিয়ে নেয় এবং এ সংক্রান্তে বিভিন্ন অনলাইন ও দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি আমলে নিয়ে ইউনিয়ন পরিষদের সচিব নাজমুল হোসেন বাদী হয়ে মামলা দায়ের করে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃতচাল নারীদের ফেরত দেওয়া হয়েছে।।
এ দিকে এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরলেও এখনও পলাতক থাকা দুইজনের গ্রেপ্তার দাবি করে এলাকাবাসী বলেন, চাল ছিনতাইয়ের মতো জঘন্য অপরাধ করার পরও যারা খোলা আকাশের নিচে ঘুরে বেড়ায়, তারা আইনের ওপর কুপ্রভাব ফেলছে। প্রশাসনকে আরও কঠোর হতে হবে।