আগামী ৫ আগস্ট জুলাই ঘোষণাপত্র জাতির সামনে তুলে ধরা হবে,প্রধান উপদেষ্টার প্রেস উইং
মোঃ মকবুল হোসেন,বিশেষ প্রতিনিধি:
আগামী ৫ আগস্ট (মঙ্গলবার) বিকেল ৫টায় “জুলাই ঘোষণাপত্র” আনুষ্ঠানিকভাবে জাতির সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। দি ডেইলি স্টার বাংলা সুত্রে এমনটি জানা গেছে ।
শনিবার (২ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রেস উইং জানায়, অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সকল পক্ষের উপস্থিতিতে এই ঘোষণাপত্র উপস্থাপন করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘোষণাপত্রটি হবে একটি ঐতিহাসিক দলিল, যা ভবিষ্যৎ রাজনৈতিক পথরেখা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।