৭ দিন পর দেশে ফিরলো প্রবাসী সুজিদের মরদেহ
মহিউদ্দীন বাপ্পী, শার্শা প্রতিনিধিঃ
মালয়েশিয়ায় স্ট্রোক জনিত কারনে মৃত্যুর সাত দিন পর প্রবাসী সুজিদ বিশ্বাস (২৮) লাশ দেশে তার নিজ গ্রামে পৌঁছেছে।
মালয়েশিয়া থেকে একটি ফ্লাইটের মাধ্যমে শনিবার (১৯ জুলাই) রাত ৩ টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার কফিন পৌঁছায়। আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর, তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।
জানাগেছে, যশোরের ঝিকরগাছার শংকরপুর ইউনিয়নের শংকরপুর গ্রামের শিবু বিশ্বাসের ছেলে সুজিদ বিশ্বাস ১৩ জুলাই মালয়েশিয়ায় কাজ শেষে রুমে ফেরার পথে হঠাৎ রাস্তায় স্ট্রোক করলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় শোকাহত পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে ৩৫ হাজার টাকার চেক প্রদান করে।
এরপর অ্যাম্বুলেন্সে করে সুজিতের লাশ তার গ্রামে নিয়ে যাওয়া হয়, যেখানে তার পরিবারের সদস্য এবং আত্মীয় স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। এ সময় সেখানকার পরিবেশ ভারী হয়ে ওঠে।
পরে বেলা ১২টার দিকে সুজিদ বিশ্বাসের সৎকাজ শেষে শ্বশান ঘাট এলাকায় সমাধি করা হয়।
সুজিদের পরিবারের ভাষ্যমতে, সুজিদ প্রায় দুই বছর আগে উন্নত জীবিকার সন্ধানে মালয়েশিয়া গিয়েছিলেন। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুতে গভীর শোক এবং আর্থিক অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে তার পরিবার।