কালিয়া উপজেলা ছাত্রদলের কার্যালয়ে মরহুম জননেতা শেখ খলিলুর রহমানের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও তাবারক বিতরণ
মোঃ সুমন শেখ কালিয়া,নড়াইল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে কালিয়া উপজেলা ছাত্রদলের নিজস্ব কার্যালয়ে মরহুম জননেতা শেখ খলিলুর রহমানের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও তাবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মাহফিলে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত নেতা-কর্মীদের মাঝে তাবারক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স.ম. ওয়াহিদুজ্জামান মিলু, পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন, সহসভাপতি আবু রেজা ই রাব্বি কামাল, শেখ মনিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক শেখ শিহাব উদ্দিন, সিনিয়র নেতা মনিরুজ্জামান মনা, সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন, বিএনপি নেতা শেখ মুরাদ হোসেন, আসাদ বিশ্বাস, রবিউল ইসলাম, ফরাদ বিশ্বাস, যুবদল নেতা টিটো শেখ, স্বেচ্ছাসেবক দলের নেতা জিলুর রহমানসহ অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতাকর্মী।
দোয়া মাহফিলে বক্তারা মরহুম শেখ খলিলুর রহমানের রাজনৈতিক জীবন ও অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তার আদর্শ অনুসরণে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।