উৎসব মুখর পরিবেশে শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা : অংশগ্রহণ করছে ১২ লাখ ৫১ হাজার পরীক্ষার্থী।
সুমন শেখ
থেকে শুরু হলো দেশের সর্ববৃহৎ পাবলিক পরীক্ষা—এইচএসসি ও সমমান।সারা দেশের ন্যায় সকাল থেকেই নড়াইলের কালিয়া সরকারি শহীদ আব্দুস সালাম ডিগ্রি কলেজের এই কেন্দ্রটি জুড়ে ছিলো পরীক্ষার্থীদের উৎসবমুখর উপস্থিতি।”
“২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় এবার অংশ নিচ্ছে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী। এদের মধ্যে সাধারণ বোর্ডের ১০ লাখ ৫৫ হাজার, মাদরাসা বোর্ডের অধীনে ৮৬ হাজারের বেশি এবং কারিগরি বোর্ডের অধীনে রয়েছে এক লাখ ৯ হাজারের বেশি পরীক্ষার্থী।”
উল্লেখ্যঃ
“গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৮১ হাজার ৮৮২ জন। পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে দেশের ২৭৯৭টি কেন্দ্রে।”
“লিখিত পরীক্ষা চলবে ১০ আগস্ট পর্যন্ত, আর ব্যবহারিক পরীক্ষা হবে ১১ থেকে ২১ আগস্টের মধ্যে।”
এদিকে, পরীক্ষার শৃঙ্খলা রক্ষায় নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। গত ১৬ জুন শিক্ষা বোর্ডের পক্ষ থেকে জারি করা এক নির্দেশনায় পরীক্ষার হলে কেবল নির্দিষ্ট ধরনের ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।
দেশের ভবিষ্যৎ নির্মাণে এই গুরুত্বপূর্ণ পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের জন্য রইল শুভকামনা।