“নড়াইলের মাটিতে বসন্তের কোকিলের ঠাঁই নেই : বিশ্বাস জাহাঙ্গীর”
মোঃ সুমন শেখ, কালিয়া , নড়াইল
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেছেন, “নড়াইলের মাটিতে কোনো বসন্তের কোকিলকে জনগণ ঠাঁই দেবে না।”
বুধবার ( ১১ই জুন ) বিকেলে নড়াইলের কালিয়া উপজেলার প্রাণকেন্দ্র ডাকবাংলা ময়দানে কালিয়া উপজেলা, পৌর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির সভাপতি সেলিম হোসেনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সম ওয়াহিদুজ্জামান মিলু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আসাদুর রহমান মিঠু, আবু রেজাই রাব্বি কামাল, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মনিরুজ্জামান মনা, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শিহাব উদ্দীন প্রমুখ।
সভায় বক্তারা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে বলেন, “বিগত সময়ে নেতা-কর্মীরা যেভাবে জেল-জুলুম সহ্য করে রাজপথে থেকেছেন, তা দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে অনন্য।”
বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, “নড়াইল-১ আসনে বসন্তের কোকিলদের স্থান নেই। যারা শুধু সুবিধা নিতে আসে, দুর্দিনে থাকেন না—তাদের জনগণ চিনে ফেলেছে।”
তিনি ও অন্যান্য বক্তারা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে মিছিল নিয়ে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি দেখা যায়। সভাস্থলে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।