কেশবপুরে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন
কেশবপুর প্রতিনিধি
কেশবপুরে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পাবলিক ময়দানে সকাল ৮:০০ ঘটিকার সময় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কবুতর অবমুক্ত, আকাশে বেলুন ও ফেস্টুন ব্যানার উড্ডয়ন করেন উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন এবং কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন।
প্যারেড অধিনায়ক কেশবপুর থানার উপ-পুলিশ পরিদর্শক আবির হোসেন এর নেতৃত্বে পুলিশ বাহিনী, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সরকারী, আধা সরকারী স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক মনোজ্ঞ কুচকাওয়াজ অংশগ্রহণ করেন।