স্বর্ণ পাচারের সময় যশোরে ৪৯ বিজিবির অভিযানে এক আসামি আটক
যশোর, ৩০ জুলাই ২০২৫:বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) সদস্যরা বিশেষ অভিযানে ৪২০ গ্রাম ওজনের দুইটি স্বর্ণের বারসহ একজন স্বর্ণ পাচারকারীকে আটক করেছে। বুধবার (৩০ জুলাই) ভোর ৫টা ৩০ মিনিটে যশোর কোতোয়ালী থানাধীন মাহমুদ প্রোপেন রিফুয়েলিং স্টেশন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের একটি টহলদল অভিযান চালিয়ে মাহমুদ প্রোপেন স্টেশনের সামনে থেকে একজন ব্যক্তিকে আটক করে। পরে তার প্যান্টের কোমরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় দুইটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটক ব্যক্তির কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তির নাম মোঃ জাহিদ মন্ডল (৩৬), পিতা মোঃ হান্নান মন্ডল, গ্রাম- দোপপাড়া পদমদী, পোস্ট- পদমদী, থানা- বালিয়াকান্দী, জেলা- রাজবাড়ী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে যে, ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণগুলো সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
জব্দকৃত স্বর্ণের মূল্য ৬১,৭৯,০৪০ টাকা এবং মোবাইল ফোনের মূল্য ১৫,০০০ টাকা, সর্বমোট সিজারের মূল্য দাঁড়ায় ৬১,৯৪,০৪০ টাকা।
আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, “অস্ত্র, স্বর্ণ, মাদক, হুন্ডিসহ বিভিন্ন চোরাচালানি পণ্যের বিরুদ্ধে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ গোয়েন্দা তৎপরতা এবং নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।”