1. hafizurrahmanjess.bd@gmail.com : দৈনিক যশোরের সমাজ : দৈনিক যশোরের সমাজ
  2. info@www.dailyjashorersamaj.com : দৈনিক যশোরের সমাজ :
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
শার্শায় ওলামাদল নেতা কাশেদ আলীর দাফন সম্পন্ন, জানাযায় হাজারো মানুষের ঢল যশোরে সিআইডি টিমের ওপর হামলা শার্শায় অভিনব কায়দায় প্রতারনা করে টাকা হাতিয়ে নেয়া চক্রের সদস্য আটক ডক্টরেট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, (ড্যাব) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী এর ৪৭ বছর পূর্তি উপলক্ষে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল এর প্রশাসনিক ভবনের সামনে একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। যশোরে লেবু বিক্রেতা শিক্ষক আ: লতিফের খোঁজ নিলেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ নড়াইলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশ্বাস জাহাঙ্গীর আলমের শুভেচ্ছা অনিয়ম-দুর্নীতিসহ নানা সমস্যায় জর্জরিত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে,ভোগান্তিতে রোগীরা যশোর জেলা বি এন পি সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব দেলোয়ার হোসেন খোকন এর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয় বেনাপোলে কসাই মিজানকে জবাই করে হত্যা হত্যা করেছে দুর্বোত্তরা

স্থলপথে পাট আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা, বেনাপোলে রপ্তানিকারক ও শ্রমজীবীদের হতাশা

প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

স্থলপথে পাট আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা, বেনাপোলে রপ্তানিকারক ও শ্রমজীবীদের হতাশা

মহিউদ্দীন বাপ্পী, শার্শাঃ
বাংলাদেশ থেকে স্থলপথে পাট ও পাটজাত পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। গত শুক্রবার রাতে ভারতের বৈদেশিক বাণিজ্য মহাপরিচালক অজয় ভাদুর স্বাক্ষরিত এক আদেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে সমুদ্রবন্দর, বিশেষ করে মুম্বাইয়ের নহাভা শেভা দিয়ে এসব পণ্য আমদানি চালু থাকবে বলে জানানো হয়েছে।

হঠাৎ এ সিদ্ধান্তে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে চলমান পাট রপ্তানি কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে। এতে হতাশা নেমে এসেছে দুই দেশের হাজারো ব্যবসায়ী, আমদানি-রপ্তানিকারক ও বন্দর-নির্ভর শ্রমজীবী মানুষের মাঝে।

ব্যবসায়ীরা বলছেন, এই সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হবেন দুই দেশের সাধারণ ব্যবসায়ীরা, বিশেষ করে ছোট পরিসরে পাটপণ্য আমদানি-রপ্তানির সঙ্গে জড়িতরা।

ভারতের পেট্রাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, “হঠাৎ এ নিষেধাজ্ঞায় আমরা বিস্মিত। সীমান্তবর্তী ব্যবসায়ীরা এতে চরমভাবে ক্ষতিগ্রস্ত হবেন। সমুদ্রপথে আমদানির সুযোগ থাকলেও তা ছোট আমদানিকারকদের জন্য প্রায় অচল, খরচ ও প্রক্রিয়া—দুটোই বেড়ে যায়।”

বেনাপোল সি অ্যান্ড এফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান বলেন, “বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন প্রচুর পাট ও পাটজাত পণ্য ভারতে যায়। এই সিদ্ধান্তের ফলে অনেকে বেকার হয়ে পড়বেন। সীমান্তবাণিজ্য আরও সংকুচিত হবে।”

রাত সাড়ে ১০টার দিকে কথা হয় বেনাপোল বন্দর ব্যবহারকারী ব্যবসায়ী মেহেদী হাসানের সঙ্গে। তিনি বলেন, “ভারতের এমন আচমকা সিদ্ধান্ত শুধু বাণিজ্য নয়, দুই দেশের পারস্পরিক আস্থার ওপরও আঘাত। আমরা সরকারের কাছে দ্রুত কূটনৈতিক হস্তক্ষেপ চাই।”

বিষয়টি নিয়ে উভয় দেশের বাণিজ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করছেন ব্যবসায়ীরা। তারা মনে করছেন, এই নিষেধাজ্ঞা অব্যাহত থাকলে সীমান্ত অর্থনীতি ও পাটশিল্পে চরম নেতিবাচক প্রভাব পড়বে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট