শার্শায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত তিন
আসামী আটক
মহিউদ্দীন বাপ্পী , শার্শা প্রতিনিধিঃ
যশোরের শার্শা থানা পুলিশ অভিযান চালিয়ে তিন জন গ্রেফতার পরোয়ানাভুক্ত পলাতক আসামীকে আটক করেছে।
সোমবার(১১ আগষ্ট)উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন,উপজেলার পশ্চিম কোটা গ্রামের রফিকুল ইসলামের ছেলে মন্টু হোসেন,বাগআঁচড়া উজ্জ্বল পাড়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে হাসান আলী ও বড় নিজামপুর গ্রামের সোহাগ হোসেনের স্ত্রী লতা শারমিন।
পুলিশ জানায়,গ্রেফতার পরোয়ানাভুক্ত পলাতক আসামীরা এলাকায় ফিরে ঘোরাফেরা করছে এমন গোপন খরবে,থানার এসআই গোরা চাঁদ দাঁস,এএসআই রমজান আলী ও এএসআই ফারুক হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সিআর পরোয়ানাভুক্ত দুই জন ও জিআর পরোয়ানাভুক্ত একজনসহ মোট তিন জন পলাতক আসামীকে আটক করেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম রবিউল ইসলাম জানান,আটক আসামীদের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।