1. hafizurrahmanjess.bd@gmail.com : দৈনিক যশোরের সমাজ : দৈনিক যশোরের সমাজ
  2. info@www.dailyjashorersamaj.com : দৈনিক যশোরের সমাজ :
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ০২:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
লাগাতার বর্ষনে প্লাবিত শার্শার ঠেঙামারী ও আওয়ালী বিল, ৫০০ একর জমি পানির নিচে আউশ ধান,পাট ও আমন বীজ তলার ব্যাপক ক্ষতি ৭ দিন পর দেশে ফিরলো প্রবাসী সুজিদের মরদেহ শার্শার উলাশী ইউনিয়ন বিএনপির আয়োজনে জরুরী কর্মী সমাবেশ অনুষ্ঠিত বাগআঁচড়া নাভারণ ও বেনাপোল শ্রমিক ইউনিয়নের ত্রি বার্ষিক নির্বাচন সম্পন্ন,সভাপতিঃ বাবু, সাধারণ সম্পাদকঃ রাজ্জাক উৎসবের আমেজে বাগআঁচড়ায় শ্রমিক ইউনিয়নের নির্বাচন চলছে বেনাপোলে যুবদলের যৌথ জরুরী”কর্মীসভা, নির্বাচনী প্রস্তুতি জোরদার করার আহ্বান গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন গোপালগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দে আগমন উপলক্ষ্যে পৌরপার্কে জোর শোর প্রস্তুতি। ঝিকরগাছার পল্লীতে সরকারি জমি দখল করতে অভিনব কায়দায় ঘর নির্মাণের চেষ্টা গোপালগঞ্জে সন্ধ্যায় আসে মাইক্রোবাস, নামে যুবতীরা — কী হচ্ছে শাপলা গেস্ট হাউসে?

রুপালী লাইফ মধুমতি সার্ভিস সেলের জিএমের বিরুদ্ধে গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগ

প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

রুপালী লাইফ মধুমতি সার্ভিস সেলের জিএমের বিরুদ্ধে গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগ

গোপালগঞ্জ প্রতিনিধি।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বীমা গ্রাহকদের পলিসির টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে রুপালি লাইফ ইন্সুরেন্স মধুমতি সার্ভিস সেলের সিনিয়র জেনারেল ম্যানেজার (জিএম) সাইদুর রহমানের বিরুদ্ধে।

এ বিষয়ে ভুক্তভোগীরা টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অভিযোগ দায়ের করেছেন। পরে ইউএনও মোঃ মঈনুল হকের কাছে গ্রাহকদের টাকা দ্রুত ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু তারপরও গ্রাহকদের টাকা ফেরত দিতে নানা রকম তালবাহানা করছে জিএম সাইদুর রহমান।

অভিযোগে জানা যায়, টুঙ্গিপাড়া উপজেলার মিরাজ সেখ, মানিক হাওলাদার, মুর্শিদা বেগম, জাহানারা বেগম, শাহিনুর বেগম, সুমি, মমিনুজ্জামান, আইরিন আক্তার, এবং সাইদুর রহমান শেখ সহ একাধিক গ্রাহকের বিমার টাকা কোম্পানিতে জমা না দিয়ে ও গ্রাহকদের ভূয়া রশিদ দিয়ে নিজেই আত্মসাৎ করেন জিএম সাইদুর রহমান।

উপজেলার..গিমাডাঙ্গা… গ্রামের বাসিন্দা মিরাজ শেখ জানান, তিনি ২০২৩ সালে বাৎসরিক ৫১,৬৫০ টাকা প্রিমিয়ামে একটি পলিসি গ্রহণ করেন। চার বছরে কেবল একটি রসিদ পেয়েছেন। বাকি তিনটি রসিদ এখনও পাননি। মোট ১ লক্ষ ৫৪ হাজার ৯৫০ টাকার কোনো প্রমাণপত্র বা মোবাইল মেসেজও পাননি। এবিষয়ে অফিসে জানতে গেলে সিনিয়র জেনারেল ম্যানেজারের সাইদুরের পালিত সন্ত্রাসীদের মাধ্যমে আমাকে হয়রানি করে ও বিভিন্ন হুমকি দেয়।

…গহরডাঙ্গা…. গ্রামের বাসিন্দা আসলাম খান বলেন, তার বাৎসরিক পলিসির পরিমাণ ৫০,১৫০ টাকা। তিনি একটি প্রিমিয়াম জমা দেয়ার পরও কোনো রসিদ পাননি। তখন অফিসে গেলে প্রতিষ্ঠানটির জিএফ নাজিরুল শেখ মে মাসের ২০ তারিখ পর্যন্ত সময় চেয়েছেন টাকা ফেরতের জন্য।

এছাড়া ..পেনাখালী…. গ্রামের মানিক হাওলাদার ও মুর্শিদা বেগম জানান, তারা একজন ৩৬ হাজার ৪১৪ টাকা ও অন্যজন ১২ হাজার ১৫২ টাকার পলিসি গ্রহণ করেছেন। কিন্তু এখনও তাদের কোন রসিদ দেয়া হয়নি।

ঐ কোম্পানির গ্রাহক জাহানারা বেগম, শাহিনুর বেগম, সুমি, মমিনুজ্জামান, আইরিন আক্তার সহ অনেক গ্রাহকেরা জানান, তাদের পলিসির অর্থ জমা দেওয়ার পরও রসিদ পাননি। আর তাদের টাকা মুল অফিসে জমা হয়নি। কারণ সেই টাকা জিএম সাইদুর রহমান আত্মসাৎ করেছে। তাই আমরা টাকা ফেরত পেতে কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ সরকার ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি।

এবিষয়ে জানতে রূপালী লাইফ ইন্সুরেন্স মধুমতি সার্ভিস সেলের সিনিয়র জেনারেল ম্যানেজার সাইদুর রহমান বলেন, গ্রাহকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অভিযোগ করেছিলেন। তখন ইউএনও স্যার আমাকে তার কার্যালয়ে ডেকেছিলেন। আমি স্যারকে কথা দিয়েছি দ্রুত সময়ের মধ্যে টাকা পরিশোধ করে দিব। এছাড়া অন্যান্য গ্রাহকের টাকা আত্মসাতের বিষয়ে কোন কথা বলতে চাননি।

রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রধান কার্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক গোলাম কিবরিয়া বলেন, একাধিক গ্রাহকের পলিসির টাকা জিএম সাইদুর রহমান অফিসে জমা দেননি তার একটা তালিকা আমাদের হাতে এসেছে। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট