যশোর মাইক লাইট মালিক সমিতির প্রধান কার্যালয় উদ্বোধন
যশোরের সমাজ নিউজ
যশোর জেলা মাইক লাইট মালিক সমিতির প্রধান কার্যালয় উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের হরিনাথ দত্ত লেন, নিরালাপট্টি রোড এলাকায় সমিতির নিজস্ব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মিজানুর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন এবং সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান।
সভায় মিজানুর রহমান খান বলেন, আপনারা আপনাদের এই ব্যবসার মধ্য দিয়ে সাধারণ মানুষের সেবায় নিয়োজিত। ভবিষ্যৎে ডেকোরেশন এবং লাইট-সাউন্ড ব্যবসায়ীদের নিয়ে একটি সমন্বিত সংগঠন গড়ে তুললে তা আরও সুসংগঠিত হবে।” তিনি আরও বলেন, এই ব্যবসার সাথে রাজনৈতিক, পারিবারিক এবং প্রশাসনিক বিষয়গুলো জড়িত এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে তাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তিনি বলেন, “আপনারা এই ব্যবসাটিকে মান্ধাতার আমল থেকে পরিবর্তন করে নতুন ও উন্নত প্রযুক্তি ব্যবহার করুন। চেম্বার অব কমার্স সব সময় আপনাদের পাশে আছে।
অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা কাজী মোর্শেদ রানা, খাইরুজ্জামান সুজন, সুজন রায় এবং রতন সরকার উপস্থিত ছিলেন।
যশোর জেলা মাইক লাইট মালিক সমিতির সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন হিরা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এবং এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গোলক চন্দ্র দত্ত।
উল্লেখ্য, ৪২ সদস্য বিশিষ্ট কমিটির সবাই অনুষ্ঠানে আশেপাশের জেলার মাইক লাইট মালিক সমিতির নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।