যশোরে ১৪ টি পরিবারে দুর্বৃত্তদের হামলা লুটপাট
স্টাফ রিপোর্টার
যশোর সদরের নরেন্দ্রপুর ইউনিয়নে রুপদিয়া ভাসান পাড়ায় ১৪টি পরিবারের উপর সন্ত্রাসীদের বর্বোরোচিত হামলা ক্ষতিগ্রস্ত ঘরবাড়ী পরিদর্শন করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক জননেতা অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা বিএনপির সভাপিত এ্যাডঃসৈয়দ সাবেরুল হক সাবু। এসময় সদর উপজেলা ও নরেন্দ্রপুর, কচুয়া বসুন্দিয়া ইউনিয়ন বিএনপি অংগসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিক ও ক্ষতিগ্রস্থ পরিবারের সাথে কথা বলেন নেতৃবৃন্দ। এসময় বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত এরকমের ন্যাক্কারজনক ঘঠনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। ক্ষতিগ্রস্ত পরিবার কে বিএনপির সার্বিক সহযোগিতার কথা জানান। একইসাথে তিনি আইন শৃংখলা বাহিনীর উদ্দেশ্য বলেন এই হামলার সাথে যারা বা কোন সন্ত্রাসী জড়িত থাকলেও দ্রুত তাদের কে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।