যশোরে মধ্যো রাতে কৃষককে হত্যা
যশোরের সমাজ নিউজ
যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামে পূর্ব শত্রুতার জেরে রেজাউল তরফদার (৫৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন।
বুধবার (১৩ আগস্ট) রাত ১২টার কিছু পরে তরফদারপাড়া এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত রেজাউল তরফদার মৃত গোলাম তরফদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটের দিকে রেজাউল তরফদার বাড়ি ফেরার পথে হাফিজুরের বাড়ির সামনে রাস্তার উপর বসে থাকা অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জানা গিয়েছে, রেজাউল তরফদারের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা চলমান ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।