যশোরের রামনগরে জামায়াতের কর্মী সম্মেলন, জাতীয় ও স্থানীয় নির্বাচনের প্রস্তুতির আহ্বান
যশোর সংবাদদাতা :
যশোরের রামনগর ইউনিয়নের সতীঘাটা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শুক্রবার(২৭ জুন) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী রামনগর ইউনিয়নের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস।
সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে জেলা জামায়াতের অফিস সম্পাদক নূর-ই-আলী নূর মামুন বলেন, দেশে নৈতিক নেতৃত্বের অভাব ও বৈষম্যমূলক শাসনব্যবস্থার কারণে জনগণ আজ দিশেহারা। ইসলামী আদর্শভিত্তিক সমাজ গঠন ছাড়া জাতির মুক্তি সম্ভব নয়।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মীরা কেবল রাজনীতির জন্য রাজনীতি করেন না, বরং ন্যায়, ইনসাফ ও কল্যাণমূলক রাষ্ট্র গঠনে কুরআন-হাদিস মোতাবেক সমাজকে আলোকিত করার জন্য কাজ করেন।
তিনি আরও বলেন, এই দেশের জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, ইনসাফভিত্তিক শাসনব্যবস্থা ও দুর্নীতিমুক্ত সমাজব্যবস্থা কায়েম করতে হলে সংগঠিত ইসলামী আন্দোলনের বিকল্প নেই। সামনে জাতীয় ও স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রত্যেক কর্মীকে নিজ এলাকায় ভূমিকা রাখতে হবে। দুঃশাসন ও বৈষম্যের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ থেকে জনগণের কাছে ইসলামী শাসনব্যবস্থার বার্তা পৌঁছে দিতে হবে।
বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের প্রচার সম্পাদক শাহাবুদ্দিন বিশ্বাস। তিনি বলেন, কর্মীদের ইমানি শক্তি ও দায়িত্ববোধই পারে সমাজ থেকে অবক্ষয় ও অনৈতিকতা দূর করতে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সদর উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক আব্দুর রহিম, প্রশিক্ষণ সম্পাদক আব্দুল জলিল এবং ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ।
সম্মেলনে সভাপতিত্ব করেন রামনগর ইউনিয়ন আমির মুছাহাক আলী এবং সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি ও সম্ভাব্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী মুন্সী নাজমুল হোসেন।
সম্মেলন শেষে সাংগঠনিক কাজে কৃতিত্বের জন্য নির্বাচিত কর্মীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।###