বেনাপোল পোর্ট থানার অভিযানে ১১ আসামি গ্রেফতার
যশোরের সমাজ নিউজ
যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার রওনক জাহানের নির্দেশে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাসেল মিয়ার দিকনির্দেশনায় বিশেষ অভিযান চালিয়ে ১১ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযানটি পরিচালনা করেন এসআই (নিঃ) মানিক কুমার সাহা, পবিত্র বিশ্বাস, মোঃ খায়রুল ইসলাম, মোঃ রাশেদুজ্জামান, এএসআই (নিঃ) মোঃ ইমদাদুল হক, মোঃ হাবিবুর রহমান, সুজন ও মোঃ সবুজ আলী সংগীয় ফোর্সসহ। রোববার (১১ আগস্ট ২০২৫) বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জিআর গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৮ জন এবং নিয়মিত মামলায় ৩ জন আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে পরোয়ানাভুক্ত আসামিরা হলেন—
১। মোঃ মাসুম (৪০), পিতা- নজরুল ইসলাম, সাং- বড় আচঁড়া, থানা- বেনাপোল পোর্ট, যশোর।
২। মোঃ মোমিনুর (২১), পিতা- জমির হোসেন, সাং- গাতিপাড়া (উত্তরপাড়া), থানা- বেনাপোল পোর্ট, যশোর।
৩। মোঃ সোয়েব আক্তার (২৮), পিতা- আমজাদ হোসেন, সাং- বড় আচঁড়া, থানা- বেনাপোল পোর্ট, যশোর।
৪। মোঃ মিয়ারাজ হোসেন (৩০), পিতা- মোঃ ইশারত, সাং- সাদীপুর, থানা- বেনাপোল পোর্ট, যশোর।
৫। নজরুল, পিতা- মৃত শহিদুল ইসলাম, সাং- তলশেরী হাসপাতাল পাড়া, থানা- বেনাপোল পোর্ট, যশোর।
৬। মোঃ মাসুম শেখ (৩০), পিতা- সালাউদ্দিন শেখ, সাং- শ্রীরামকান্দি, বাগেড়বাড়ী, থানা- টঙ্গীপাড়া, গোপালগঞ্জ, এপি সং- ভবেরবেড় পশ্চিমপাড়া, থানা- বেনাপোল পোর্ট, যশোর।
৭। মোঃ বাবু (৩০), পিতা- মোঃ আনোয়ার হোসেন, সাং- বড় আচঁড়া (মাঠপাড়া), থানা- বেনাপোল পোর্ট, যশোর।
৮। মোঃ আবু সাঈদ ব্যাপারী (২৬), পিতা- মুনছুর আলী মুন্সি ব্যাপারী, মাতা- নাছিমা বেগম, সাং- ভবেরবেড় (পশ্চিমপাড়া), থানা- বেনাপোল পোর্ট, যশোর।
নিয়মিত মামলার আসামিরা হলেন—
১। মোঃ রনি হোসেন (২৫), পিতা- মোঃ আকরম আলী, গ্রাম- পুটখালী (পশ্চিমপাড়া), থানা- বেনাপোল পোর্ট, যশোর।
২। মোঃ ইসমাইল হোসেন (২৬), পিতা- মোঃ আহম্মদ আলী, গ্রাম- বড় আচঁড়া, থানা- বেনাপোল পোর্ট, যশোর।
৩। মোঃ তহিদুল ইসলাম (২৪), পিতা- ইসমাইল হোসেন, গ্রাম- বড় আচঁড়া, থানা- বেনাপোল পোর্ট, যশোর।গ্রেফতারকৃত সকল আসামিকে একই দিন (১১ আগস্ট ২০২৫) পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।