বার্মিজ চাকু সহ দুই জনকে আটক
যশোরের সমাজ নিউজ
বার্মিজ চাকু সহ দুই জনকে আটক।যশোর সদর পৌরসভার ০৭ নং ওয়ার্ড এলাকায় ওয়াচ করা কালীন টিভি ক্লিনিক এর পিছন সন্দেহভাজন ভাবে দুইজনকে তল্লাশি করে ১। রাকিব হোসেন (২৩), পিং:- সেলিম হোসেন, সাং:- ঝুমঝুমপুর নিরিবিলি পাড়া, ২। রমজান (২১),পিং:- ইরাদ শেখ, সাং:- ঝুমঝুমপুর নিরিবিলি পাড়া,উভয় থানা: কোতোয়ালি জেলা: যশোর দ্বয়কে সন্দেহভাজন ভাবে তল্লাশী করলে তাদের নিকটে ০১টি বার্মিজ চাকু পাওয়া যায়। বিষয়টি কোতোয়ালি মডেল থানা পুলিশকে অবগত করলে থানা পুলিশের টহল টিম ঘটনাস্থলে এসে তাদেরকে ধৃত করে কোতোয়ালি মডেল থানায় নিয়ে যায়।
উদ্ধার:-
১। ০১টি বার্মিজ চাকু।
২। ০১টি ফিটনেস বিহীন মোটরসাইকেল।
৩। ০১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন।
৪। ০১টি টর্চ লাইট।