বাঘারপাড়ায় নাগরিক ঐক্যের ১৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন
যশোরের সমাজ নিউজ
নাগরিক ঐক্য–যশোর জেলা শাখা বাঘারপাড়া উপজেলায় ১৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে। সোমবার নাগরিক ঐক্য যশোর জেলা আহ্বায়ক ফেরদৌস পরশ ও সদস্য সচিব মাসুম বিল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নবঘোষিত আহ্বায়ক কমিটি আগামী জেলা সম্মেলনের পূর্ব পর্যন্ত কার্যকর থাকবে। দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্রবিরোধী কোনো কর্মকাণ্ডে সংশ্লিষ্ট থাকার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে ঘোষিত কমিটির যে কাউকে তাৎক্ষণিকভাবে সংগঠনিক ব্যবস্থা নেওয়ার ক্ষমতা জেলা কমিটির হাতে থাকবে।
দলীয় সূত্রে জানা যায়, বাঘারপাড়ায় দীর্ঘদিন ধরে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল। স্থানীয় নেতাকর্মীদের সমন্বয়, রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং দলকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার জন্য এ আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
জেলার সদস্য সচিব মাসুম বিল্লাহ বলেন, নতুন আহ্বায়ক কমিটি বাঘারপাড়ায় নাগরিক ঐক্যের কার্যক্রমকে আরও সুসংগঠিত করবে। আমরা বিশ্বাস করি, এই কমিটি তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে দলের কর্মকাণ্ডে নতুন গতি আনবে।”