বাংলাদেশ ভারতের উপর নির্ভর করে থাকবে না, নিজের পায়ে দাঁড়াবে" টুংগীপাড়া বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে আসাদুজ্জামান রিপন:
মোঃ তপু শেখ
গোপালগঞ্জ প্রতিনিধি ।
আজ সোমবার (৩০ জুন) গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে জোরালো বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন। তিনি বলেন, “বাংলাদেশের মানুষ কারো গোলাম নয়। ভারত চায় একটি দল সবসময় ক্ষমতায় থাকুক। কিন্তু বাংলাদেশের মানুষ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়, ভারতের গোলামী করতে নয়।”
তিনি আরও বলেন, “আমরা ভারতকে বলবো, আপনারা যদি সত্যিই বাংলাদেশের উপকার করতে চান, তাহলে একটি দলের পক্ষ না নিয়ে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ান।”
সম্মেলনে আরও বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। তিনি বলেন, “দেশে এখনও প্রকৃত গণতন্ত্র ফিরে আসেনি। উপদেষ্টাদের আত্মরক্ষার জন্য যদি অস্ত্র রাখতে হয় তাহলে আমাদের সাধারন মানুষের কি হবে। সম্মেলনেও পুলিশি পাহারার প্রয়োজন পড়ে।” এছাড়াও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী। বিশেষ অতিথি সে উপস্থিত ছিলেন খন্দকার মাসিকুর রহমান সহ-সাংগঠনিক সম্পাদক ফরিদপুর বিভাগ। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সেলিমুজ্জামান সেলিম সহ সাংগঠনিক সম্পাদক ফরিদপুর বিভাগ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন শরিফ রকিবুজ্জামান আহবায়ক গোপালগঞ্জ জেলা বিএনপি।
সম্মেলনে বিএনপির নতুন নেতৃত্ব গঠিত হয়:
সম্মেলনে হাজারো নেতা-কর্মীদের উপস্থিতিতে দলীয় নেতৃবৃন্দ বলেন, “আগামী দিনে টুঙ্গিপাড়াসহ সারা দেশে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন আরও বেগবান হবে।”এই সম্মেলন আওয়ামী লীগের শক্ত ঘাঁটি টুঙ্গিপাড়ায় বিএনপির সংগঠন নতুন গতি পেয়েছে বলেও মন্তব্য করেন বক্তারা।