নড়াইলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশ্বাস জাহাঙ্গীর আলমের শুভেচ্ছা
মোঃ নাঈম, উপজেলা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নড়াইল জেলা বিএনপির সভাপতি এবং নড়াইল-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম নেতা-কর্মী, সমর্থক ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, “১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা লাভ করে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং অর্থনৈতিক মুক্তির অঙ্গীকার নিয়ে বিএনপি আজ ৪৭ বছরে পদার্পণ করেছে। এটি শুধু একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী নয়, বরং বাংলাদেশের আপামর জনতার আশা-আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি।”
তিনি আরও বলেন, “শহীদ জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক এবং একজন সফল রাষ্ট্রনায়ক। তার নেতৃত্বে কৃষি বিপ্লব, শিল্পায়ন, গ্রামীণ অর্থনীতির উন্নয়ন ও বাংলাদেশী জাতীয়তাবাদের উন্মেষ ঘটে। অল্প সময়ে তিনি দেশকে একটি দৃঢ় ভিত্তির ওপর দাঁড় করাতে সক্ষম হন।”
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে স্মরণ করে বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে আপোসহীন ভূমিকা রেখে তিনি ইতিহাস সৃষ্টি করেছেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার নেতৃত্ব চিরস্মরণীয়। গণতন্ত্রের জন্য তিনি বারবার কারাবরণ ও নির্যাতনের শিকার হয়েছেন। বর্তমানে তিনি গুরুতর অসুস্থ, তার সুস্থতার জন্য আমি দেশবাসীর কাছে দোয়া কামনা করছি।”
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রসঙ্গে তিনি বলেন, “সরকারের দমন-পীড়নের কারণে আজ তিনি নির্বাসিত জীবনে রয়েছেন। তবুও দেশ ও মানুষের কল্যাণে তিনি দূর থেকেই দলকে সংগঠিত করছেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তার প্রদত্ত ৩১ দফা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে কালিয়া উপজেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়।