টুঙ্গিপাড়ায উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন,সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলু।
মোঃ তপু শেখ
গোপালগঞ্জ প্রতিনিধি ।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) টুংগীপাড়া উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিকী সম্মেলন ৩০ জুন ২০২৫, সোমবার পৌর বাস টার্মিনালে অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ১৭ বছর পর এই ঐতিহাসিক সম্মেলন ঘিরে নেতা-কর্মীদের মাঝে ছিল উৎসবমুখর পরিবেশ।
সম্মেলনে সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ সালাউদ্দিন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।
প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী। বিশেষ অতিথি ছিলেন শামা ওবায়েদ সাংগঠনিক সম্পাদক( ফরিদপুর বিভাগ) কেন্দ্রীয় কমিটির, আর ও উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম ফরিদপুর বিভাগ ও খন্দকার মাসুকুর রহমান সহ-সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) কেন্দ্রীয় কমিটি।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল খায়ের।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকুজ্জামান। প্রথম পর্বের অনুষ্ঠান বিকাল তিনটায় শেষ করে বিকাল ৫ টার কিছুক্ষণ পর টুঙ্গীপাড়া পাটগাতি বাস স্ট্যান্ড মাল্টিপারপাস বিল্ডিংয়ে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ আগামী দুই বছরের জন্য, টুঙ্গিপাড়া উপজেলা ও পৌর বিএনপি’র আংশিক সাত সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন। এতে উপজেলা বিএনপির সভাপতি করা হয়
শেখ সালাউদ্দিন কে এবং সাধারণ সম্পাদক করা হয় মনিরুজ্জামান বাবলু কে।
পৌর বিএনপির কমিটিতে
সভাপতি করা হয় মোঃ ইমদাদ মোল্লাকে এবং
সাধারণ সম্পাদক করা হয়: জিহাদুল ইসলাম বাবু কে
এই কমিটিকে টুঙ্গীপাড়ার সাধারণ মানুষ নেতাকর্মীরা সাধুবাদ জানিয়েছে, তারা বলেন ত্যাগী নেতারাই স্থান পেয়েছে। এতে আমরা আনন্দিত এবং খুশি আগামী দুই বছর এনাদের নেতৃত্বে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি, সাধারণ মানুষের জন্য কাজ করবে। এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানীকে আগামী নির্বাচনে টুঙ্গিপাড়া কোটালীপাড়া (গোপালগঞ্জ ৩) আসনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ দল থেকে মনোনয়ন দিলে নির্বাচিত করে গোপালগঞ্জের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে চায়। নতুন কমিটিকে ত্যাগী নেতাদেরকে মূল্যায়িত করায় এসএম জেলানীকে টুঙ্গিপাড়ার মাঠ পর্যায়ে বিএনপি কর্মীরা ধন্যবাদ জানিয়েছে। তারা বলেন রাজনীতিতে স্বচ্ছতা জবাবদিহিতা এবং ত্যাগীদের স্থান দেওয়ায় আমাদের রাজনীতি অভিভাবক টুঙ্গিপাড়ার সন্তান এসএম জিলানীকে অসংখ্য ধন্যবাদ জানাই।
সম্মেলনের শেষাংশে কেন্দ্র ও জেলার নেতারা আগামী দিনের আন্দোলন ও দল পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।