জুলাই বিপ্লবের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে যশোরে মতবিনিময় সভা,আগামীর যশোর যেমন দেখতে চাই” শীর্ষক আলোচনায় বিশিষ্টজনদের স্বপ্ন ও প্রত্যাশা
যশোরের সমাজ নিউজ
জুলাই বিপ্লবের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে যশোরে মতবিনিময় সভা,আগামীর যশোর যেমন দেখতে চাই” শীর্ষক আলোচনায় বিশিষ্টজনদের স্বপ্ন ও প্রত্যাশা
৩০ জুলাই ২০২৫,যশোরে উদযাপিত হলো জুলাই বিপ্লবের প্রথম বর্ষপূর্তি। এ উপলক্ষে বিকেল ৪টায় যশোর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় এক মতবিনিময় সভা, যার শিরোনাম ছিল “আগামীর যশোর যেমন দেখতে চাই”। এ অনুষ্ঠানটি আয়োজন করে ‘যশোর কমিউনিটি’।
সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট নাগরিক ভারীয়ান হাসার।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের শীর্ষ নেতা ও রাজনীতিক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, “যশোর বাংলাদেশের প্রাচীন ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ একটি জেলা। এই জেলার মানুষ প্রতিবাদের ইতিহাস গড়ে তুলেছে, তারা অন্যায়ের বিরুদ্ধে গলা তুলেছে। আজকের তরুণদের দায়িত্ব হলো সেই ঐতিহ্য রক্ষা করে একটি নতুন যশোর নির্মাণ করা—যেখানে থাকবে মানবিকতা, শিক্ষা, শিল্প, প্রযুক্তি এবং সামাজিক সুবিচার।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক জনাব মারুফুল ইসলাম। তিনি বলেন, “যশোরকে কেবল প্রশাসনিকভাবে নয়, রাজনৈতিকভাবে সচেতন ও সংগঠিত শহর হিসেবেও গড়ে তুলতে হবে। একটি শহর তখনই এগোয়, যখন তার মানুষ চিন্তায় এবং চেতনায় প্রগতিশীল হয়।”
সাবেক ছাত্রনেতা জনাব ভিপি আব্দুল কাদের বলেন, “যুবসমাজকে দায়িত্ব নিতে হবে। শুধু অভিযোগ করে নয়, নেতৃত্বে এসে বদল ঘটাতে হবে। সড়ক নিরাপত্তা, নারীর নিরাপত্তা, কর্মসংস্থান, পরিবেশ—সব ক্ষেত্রেই তরুণদের এগিয়ে আসতে হবে।”
মাওলানা শোয়াইব হোসেন বলেন, “সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মীয় মূল্যবোধ এবং মানবিকতা চর্চা জরুরি। আমরা এমন যশোর চাই, যেখানে ধর্ম হবে সম্প্রীতির উৎস, বিভেদের নয়।”
ফেরদৌস পরশ বলেন, “শিল্প ও সংস্কৃতিকে সঙ্গে নিয়েই একটি আলোকিত সমাজ গড়া সম্ভব। যশোরে মেধাবী ও সৃষ্টিশীল মানুষের কোনো অভাব নেই। শুধু দরকার সম্মিলিত প্রয়াস।”
অন্যান্য আলোচকদের মধ্যে ছিলেন জনাব বেনজিন খানঘরটি, হাফেজ মাওলানা আব্দুল্লাহ, খালিদ সাইফুল্লাহ জুয়েল, শেখ ফরহাদ রহমান মুন্না, মাসুম বিল্লাহ, মুফতি আবু জ্বর বিন হাফিজ, মোঃ মিলন শেখ, কামরুল ইসলাম শিহাব, আরিফ বিল্লাহ, মোঃ ইমতিয়াজ উদ্দীন, মুহাম্মদ আলামিন, কামরুন্নাহার নিপা, ফেরদাউস হাবিব কলিন্স, মাওলানা রায়হান হুসাইন, জেসিনা মুর্শিদ প্রাপ্তি, সুমন যোগেন, আব্দুল্লাহ আল হুসাইন, ফেরদাউস হাসান জাকির, আরিফ ফয়সাল, আব্দুল্লাহ আল নাদিয়, বি এম সাগর হোসাইন এবং মোঃ আশিকুর রহমান তুহিন।
বক্তারা বলেন, যশোরকে একটি নিরাপদ, আধুনিক, বৈচিত্র্যপূর্ণ ও মানবিক শহর হিসেবে গড়ে তুলতে হলে রাজনৈতিক সদিচ্ছা, নাগরিক দায়িত্ববোধ, এবং প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। বিশেষ করে নারী, শিশু, প্রবীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকারে গুরুত্ব দিতে হবে।
বক্তব্য শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি প্রাণবন্তভাবে সম্পন্ন হয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে।