জুলাই গণঅভ্যুত্থানের ১ম বার্ষিকী উপলক্ষে শার্শায় বিএনপির বিজয় র্যালী ও আলোচনা সভা
মহিউদ্দীন বাপ্পী, শার্শা প্রতিনিধিঃ
জুলাই গণঅভ্যুত্থানের ১ম বার্ষিকী উপলক্ষে যশোরের শার্শা উপজেলা বিএনপির আয়োজনে বিজয় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে নাভারন বিএনপির কার্যালয় থেকে একটি বিজয় র্যালী শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা মোড়ে এসে শেষ হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহিরের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টুর সঞ্চালনায় এ র্যালী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি ও শার্শা উপজেলা বিএনপি প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু।
এসময় আরো উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ ও মামুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু ও সালাউদ্দীন আহম্মেদ,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক ডাক্তার নাসিম জামান রিফাত,কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম,যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম,সদস্য সচিব ইমাদুল হক ইমদা,স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন,সদস্য সচিব সেলিম হোসেন আশা,ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন,সদস্য সচিব সবুজ হোসেন খান সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।