জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের মানববন্ধন যশোরে অনুষ্ঠিত
সাম্রাজ্যবাদবিরোধী রাষ্ট্র গঠনের দাবিতে কর্মসূচি
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের মানববন্ধন যশোরে অনুষ্ঠিত
সাম্রাজ্যবাদবিরোধী রাষ্ট্র গঠনের দাবিতে কর্মসূচি
৩০ যশোরে জুলাই ২০২৫ সাম্রাজ্যবাদ ও তার দালাল সামন্ত-আমলা, মুৎসুদ্দিপুঁজি এবং তাদের স্বার্থ রক্ষাকারী সেবাদাস সরকার ও শোষক শ্রেণির বিরুদ্ধে প্রতিবাদ এবং শ্রমিক-কৃষক-জনগণের রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠার দাবিতে যশোরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)।
মঙ্গলবার সকালে যশোর প্রেসক্লাবের সামনে জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, “দেশ আজ সাম্রাজ্যবাদী আগ্রাসন, দালাল আমলাতন্ত্র, শোষণমূলক অর্থনীতি এবং জনগণবিরোধী সেবাদাস সরকারের করাল গ্রাসে জর্জরিত। এর বিপরীতে শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।“
তারা আরও বলেন, “জাতীয় পণ্যের প্রীতির জায়গায় আজ বিদেশ নির্ভরতা বাড়ছে, যা একটি স্বাধীন জাতি হিসেবে লজ্জাজনক। আমরা চাই জাতীয় পণ্য, জাতীয় শিল্প ও কৃষিকে প্রাধান্য দিয়ে একটি গণমুখী রাষ্ট্র ও সংবিধান গঠিত হোক।” এ সময় উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর জেলা শাখার নেতৃবৃন্দ।
বক্তারা আগামীদিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান এবং সকল শোষিত মানুষের ঐক্যবদ্ধ লড়াইয়ের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।