1. hafizurrahmanjess.bd@gmail.com : দৈনিক যশোরের সমাজ : দৈনিক যশোরের সমাজ
  2. info@www.dailyjashorersamaj.com : দৈনিক যশোরের সমাজ :
বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০১:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
লাগাতার বর্ষনে প্লাবিত শার্শার ঠেঙামারী ও আওয়ালী বিল, ৫০০ একর জমি পানির নিচে আউশ ধান,পাট ও আমন বীজ তলার ব্যাপক ক্ষতি ৭ দিন পর দেশে ফিরলো প্রবাসী সুজিদের মরদেহ শার্শার উলাশী ইউনিয়ন বিএনপির আয়োজনে জরুরী কর্মী সমাবেশ অনুষ্ঠিত বাগআঁচড়া নাভারণ ও বেনাপোল শ্রমিক ইউনিয়নের ত্রি বার্ষিক নির্বাচন সম্পন্ন,সভাপতিঃ বাবু, সাধারণ সম্পাদকঃ রাজ্জাক উৎসবের আমেজে বাগআঁচড়ায় শ্রমিক ইউনিয়নের নির্বাচন চলছে বেনাপোলে যুবদলের যৌথ জরুরী”কর্মীসভা, নির্বাচনী প্রস্তুতি জোরদার করার আহ্বান গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন গোপালগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দে আগমন উপলক্ষ্যে পৌরপার্কে জোর শোর প্রস্তুতি। ঝিকরগাছার পল্লীতে সরকারি জমি দখল করতে অভিনব কায়দায় ঘর নির্মাণের চেষ্টা গোপালগঞ্জে সন্ধ্যায় আসে মাইক্রোবাস, নামে যুবতীরা — কী হচ্ছে শাপলা গেস্ট হাউসে?

ঘুর্নিঝড় দানায় লন্ডভন্ড উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ

প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ১৬৪ বার পড়া হয়েছে

 

যশোরের সমাজ ডেস্ক
ভারতে ঘূর্ণিঝড় ‘দানা’য় ক্ষয়ক্ষতির শঙ্কায় ছিল উড়িষ্য এবং পশ্চিমবঙ্গ। এই প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাব দুই রাজ্যের একাধিক অঞ্চলে পড়েছে

 

ভারতে উড়িষ্যা উপকূলে বুধবার রাতে ঘণ্টায় ১১০-১২০ কিলোমিটার গতিতে আঘাত হানে ঘূর্ণিঝড় দানা। শুক্রবার সকাল ৭টা পর্যন্ত সেই ঝড়ের দাপট চলে।

‘দানা’-র দাপটে তছনছ হয়ে গেছে উড়িষ্যা উপকূল। গাছ উপড়ে গেছে। বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে। চলছে তুমুল ঝড়বৃষ্টি। ওদিকে, পশ্চিমবঙ্গে দানায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ঘূর্ণিঝড় ‘দানা’য় ক্ষয়ক্ষতির শঙ্কায় ছিল উড়িষ্য এবং পশ্চিমবঙ্গ। এই প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাব দুই রাজ্যের একাধিক অঞ্চলে পড়েছে।

পশ্চিমবঙ্গে একজনের মৃত্যু হলেও জড়ে তেমন তাণ্ডব দেখা যায়নি। আবার উড়িষ্যাতে তুলনামূলকভাবে ক্ষতি বেশি হলেও প্রাণহানি এড়ানো গেছে বলে জানিয়েছে রাজ্য সরকার।

বৃহস্পতিবার রাতে উড়িষ্যার ভিতরকণিকা এবং ধামরার মধ্যবর্তী হাবালিখাটি নেচার ক্যাম্পের কাছে ঝড় আঘাত হানে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। শুক্রবার সকালে স্থলভাগ অতিক্রম করেছে ঘূর্ণিঝড়ের শেষ অংশ।

উড়িষ্যার ভদ্রক, কেন্দ্রাপাড়া, বালেশ্বর, জগৎসিংহপুরে ঘূর্ণিঝড় বয়ে যাওয়ার সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১১০ কিলোমিটার। অতিভারি বৃষ্টি হচ্ছে এই এলাকাগুলোতে।

উপকূলবর্তী এলাকাগুলোতে একের পর এক গাছ উপড়ে পড়েছে। ভুবনেশ্বরেও ঝড়ের প্রভাব পড়েছে। তুমুল ঝড়বৃষ্টিতে সেখানে স্পেশাল রিলিফ কমিশনারের কার্যালায়ের গাছই ভেঙে পড়েছে। উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। কাঁচা বাড়ি ভেঙে গেছে, বিদ্যুতের খুঁটি পড়েছে।

যত্রতত্র ভেঙে পড়ে রয়েছে দোকানের সাইনবোর্ড, উড়ে গেছে বাড়ির চাল। সমুদ্রের জলোচ্ছ্বাসের জেরে পুরীর সমুদ্র সৈকতের ক্ষতি হয়েছে। পর্যটকরা হোটেলবন্দি হয়ে পড়েছেন।

দর্শন বন্ধ রয়েছে পুরীর জগন্নাথ মন্দিরে। উড়িষ্যার বিজু পট্টনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ চলাচলও বন্ধ রাখা হয়। শুক্রবার সকাল ৯টা পর্যন্ত কোনও উড়োজাহাজ ওড়েনি।

অন্যদিকে, পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম, এগরা-১, খেজুরিসহ একাধিক এলাকায় ঘূর্ণিঝড়ের সবচেয়ে বেশি প্রভাব দেখা গেছে। প্রভাব পড়েছে দক্ষিণ ২৪ পরগণার উপকূলবর্তী অংশেও।

পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে বৃষ্টি হলেও ঝড়ের তাণ্ডব তেমন দেখা যায়নি। উড়িষ্যায় ঘূর্ণিঝড় আঘাত হানার সময় কলকাতায় ঝোড়ো হাওয়ার সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় ৪০ কিলোমিটার।

মাঝরাত থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চললেও ঝোড়ো হাওয়ার দাপট তেমন ছিল না। আবহবিদদের কেউ কেউ মনে করছেন, দানার ব্যপ্তি কম ছিল। অর্থাৎ, এই ঘূর্ণিঝড় ছিল স্বল্প পরিসরের মধ্যে আবদ্ধ। ঘূর্ণিঝড়ের ব্যপ্তি বেশি হলে তার প্রভাবও বেশি হয়। দানার ক্ষেত্রে তা হয়নি।

পরিস্থিতি মোকাবেলা করার জন্য দুই রাজ্যেরই উপকূলবর্তী অঞ্চলে যেখানে ক্ষয়ক্ষতির আশঙ্কা বেশি সেখান থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছিল। মোতায়েন করা হয়েছিল বিপর্যয় মোকাবেলা বাহিনীর বড় দল।

শুক্রবার উপদ্রুত অঞ্চলে বিপর্যয় মোকাবেলা বাহিনী এবং স্থানীয় প্রশাসন ত্রাণ কাজ চালায়। তবে আশঙ্কা থাকলেও তেমন বড়সড় ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত জানান, দানা স্থলভাগে প্রবেশের পর পরই দুর্বল হতে শুরু করে। এ কারণেই তার প্রভাব থেকে রক্ষা পেয়েছে পশ্চিমবঙ্গ। তবে তার মতে, এ সবের পাশাপাশি, ঘূর্ণিঝড় যেখানে রয়েছে, সেখানকার বায়ুস্তর, জলীয় বাষ্পও বিবেচনায় নিলে তবেই জানা যাবে কী ভাবে এই ঘূর্ণিঝড়ের প্রভাব থেকে রক্ষা পেল পশ্চিমবঙ্গ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট