গোপালগঞ্জে বাবা-মায়ের কবরের পাশে চির নিদ্রায় শায়িত হলেন সাংবাদিক সারমাত।
মোঃ তপু শেখ গোপালগঞ্জ প্রতিনিধি।
গোপালগঞ্জে বাবা মায়ের পাশে চিরুনিদ্রায় সাহিত্য হয়েছেন আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি এবং এনটিভির স্টাফ রিপোর্টার মাহবুব হোসেন সারমাত।
শুক্রবার (১০ অক্টোবর )সন্ধ্যা ৬টায় গোপালগঞ্জ শহরের খ্রিস্টান পাড়া এলাকায় নিজ বাসভবনে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫৪ বছর।
সাংবাদিক সারমাত গোপালগঞ্জ জজকোর্টের প্রায়ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট এসকেন্দার আলী সরদারের দ্বিতীয় ছেলে। মৃত্যুর পরে সে স্ত্রী সহ তিন কন্যা সন্তান রেখে জান।
সাংবাদিক সারমাতের জানাজায় বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ওজেলার কর্মরত গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ অংশগ্রহণ করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাহবুব হোসেন সারমাত হার্টের সমস্যায় ভুগছিলেন।
সাংবাদিক সারমাত প্রায় তিন দশক ধরে সাংবাদিকতা করে আসছিলেন তিনি গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন।