কালিয়ায় ওলামা ও ইমাম পরিষদের নতুন কমিটি গঠন: সমাজ গঠনে ইমামদের ভূমিকা নিয়ে আলোচনা
মোঃ সুমন শেখ কালিয়া (নড়াইল)
কালিয়া উপজেলা ওলামা ও ইমাম পরিষদের নবনির্বাচিত কমিটি ঘোষণা উপলক্ষে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার, ২ জুলাই ২০২৫, সকাল ১১টায় কালিয়া কওমি মাদ্রাসার সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত ওলামা ও ইমামগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, একজন ইমামের দায়িত্ব শুধু নামাজ পরিচালনা বা জানাজা পড়ানোতেই সীমাবদ্ধ নয়। ইসলাম অনুযায়ী একজন ইমামকে সমাজের নৈতিক নেতৃত্ব প্রদান, ফিতনা-ফ্যাসাদ রোধে সোচ্চার হওয়া এবং মানুষের কল্যাণে সর্বদা নিয়োজিত থাকা উচিত। ইমামদের সম্মান, সুযোগ-সুবিধা এবং তাদের সম্মুখীন সীমাবদ্ধতা নিয়ে বক্তারা খোলামেলা আলোচনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত সবার সম্মতিতে ওলামা ও ইমাম পরিষদের নতুন কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত কমিটির সদস্যরা হলেন:
🔹 সভাপতি:
আলহাজ্ব মাওলানা আঃ রহমান হাফিজাহুল্লাহ (মুলখানা হুজুর)
🔹 সাধারণ সম্পাদক:
মুফতি শহিদুল ইসলাম, মুহতামিম, কালিয়া কওমি মাদ্রাসা
🔹 সাংগঠনিক সম্পাদক:
মুফতি নূরে আলম, মুহতামিম, কালিয়া দারুল উলুম মাদ্রাসা
🔹 প্রচার সম্পাদক (তিনজন):
• হাফেজ মাওলানা আবুল হাসান (কালিয়া), মুহতামিম, ছোট কালিয়া কারীমীয়া কওমি মাদ্রাসা
• মাওঃ আনাছ (নড়াগাতী), যোগানিয়া
• মাওঃ আলী হাচান (কালিয়া নদীর ওপার), পুরুলিয়া
🔹 কোষাধ্যক্ষ:
মুফতি আবুজার গিফারি, মুহতামিম, মাওলী মহিলা কওমি মাদ্রাসা
🔹 দপ্তর সম্পাদক:
মুফতি ওহিদুজ্জামান সরদার, ইমাম ও খতিব, উপজেলা মডেল মসজিদ, কালিয়া, নড়াইল
কমিটি ঘোষণার পর উপস্থিত সবাই পরস্পরকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতের পথচলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন। সভার শেষাংশে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয় মহান আল্লাহর সন্তুষ্টি ও সমাজের কল্যাণ কামনায়।