কালিয়ায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃদ্ধি ও প্রচারণা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোঃ সুমন শেখ কালিয়া নড়াইল
নড়াইলের কালিয়ায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বৃদ্ধি ও প্রচারণা কার্যক্রম নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সরকারি শহীদ আব্দুস সালাম ডিগ্রী কলেজের হল রুমে (৪০২) আয়োজিত এ সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রোগ্রামের সুযোগ-সুবিধা ও প্রচারণার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র যশোরের ভারপ্রাপ্ত পরিচালক জনাব শেখ সোহেল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপ-আঞ্চলিক কেন্দ্র নড়াইলের যুগ্ম-আঞ্চলিক পরিচালক জনাব মোঃ মতিয়ার রহমান। সভাপতিত্ব করেন সরকারি শহীদ আব্দুস সালাম ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোঃ কামাল মাহমুদ। আরোও উপস্থিত ছিলেন প্রেসক্লাব কালিয়া র সভাপতি শেখ ফসিয়ার রহমান , এছাড়াও উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সম্মানীয় ব্যাক্তি বর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ এসময় উপস্থিত ছিলেন ।
বক্তারা দূরশিক্ষণের মাধ্যমে শিক্ষার প্রসার ও সকল শ্রেণির মানুষের জন্য শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভূমিকা ও গুরুত্ব তুলে ধরেন। তারা আরও বলেন, এসএসসি, এইচএসসি ও বিএ/বিএসএস প্রোগ্রামে ভর্তির হার বাড়ানোর জন্য বিস্তৃত প্রচার-প্রচারণা চালানো জরুরি।
উন্মুক্ত শিক্ষার সুযোগ কাজে লাগিয়ে শিক্ষা বিস্তারে সকলে এগিয়ে আসার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।