ইয়াবা বিক্রির কাজে বাধা দেওয়ায় দা দিয়ে কুপিয়ে জখম
যশোরের সমাজ নিউজ
আহত ভিকটিম মো: গোলাম মোর্শেদ অনিক (৩৩) পিতা: মৃত: গোলাম মোস্তফা কাজল, সাং: পুরাতন কসবা বিবি রোড, পৌরসভার ০৪ নং ওয়ার্ড, যশোর ০৪/০৮/২০২৫ খ্রি: আনুমানিক রাত ১১:২০ ঘটিকার সময় ইয়াবা ব্যাবসার কাজে বাধা দেওয়ায় কোতয়ালী থানাধীন ০৪ নং পৌরসভার লিচু বাগান নামক স্থান থেকে ইয়াবা ব্যাবসায়ী বিবাদী ১/ শাকিল (৩৪), পিতা: বাবু ওরফে কালা বাবু, পুরাতন কসবা বিবি রোড, পৌরসভার ০৪ নং ওয়ার্ড, থানা: কোতয়ালী, জেলা: যশোর ভিকটিমকে পিছন থেকে অতর্কিত ভাবে গাছি দা দিয়ে কুপিয়ে ঘাড়ে এবং হাতে রক্তাক্ত কাটা জখম করে। পরে স্থানীয় লোকজন ভিকটিমকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নিয়ে এসে ভর্তি করেন। ভিকটিম বর্তমানে অত্র হাসপাতালের পুরুষ সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
)